তোর নাম লিখতে যে কয়টা বর্ণ লাগে,
তারাও লজ্জাবনত তোর কারণে!
কোনো বাবা-মা তাদের প্রিয় সন্তানের ওই
নামে নামকরণ করেন না তোর কারণে!
নির্লজ্জ শব্দ লিখতে যে কয়টা বর্ণ লাগে,
তারাও লজ্জা পায় তোর কারণে!

বেহায়া শব্দ লিখতে যে কয়টা বর্ণ লাগে,
তাদেরও হায়া চলে যায় তোর কারণে!
মিথ্যাবাদী শব্দ লিখতে যে কয়টা বর্ণ লাগে
তারাও আজ অপদস্থ তোর কারণে!
জালিম শব্দ লিখতে যে কয়টা বর্ণ লাগে
তাদেরও প্রতি জুলুম হয় তোর কারণে!

হিঃসূক শব্দ লিখতে যে কয়টা বর্ণ লাগে
তারাও অত্যাচারিত তোর কারণে!
ধাপ্পাবাজ শব্দ লিখতে যে কয়টা বর্ণ লাগে
তাদেরও প্রতি প্রতারণা হয় তোর কারণে!
দাম্ভিক শব্দ লিখতে যে কয়টা বর্ণ লাগে
তারাও আজ হতভম্ব তোর কারণে!

ষড়যন্ত্র শব্দ লিখতে যে কয়টা বর্ণ লাগে
তারাও আজ বিস্মিত তোর কারণে!
অভিনয় শব্দ লিখতে যে কয়টা বর্ণ লাগে
অভিনয় ও অভিনেতা প্রশ্নবিদ্ধ তোর কারণে!
লুটেরা শব্দ লিখতে যে কয়টা বর্ণ লাগে
তারাও ভীত সন্ত্রস্ত তোর কারণে!

লোভী শব্দ লিখতে যে কয়টা বর্ণ লাগে
তারাও আজ নির্লিপ্ত তোর কারণে!
মানব শব্দ লিখতে যে কয়টা বর্ণ লাগে,
তাদের প্রতি মানবিকতা হয় তোর কারণে!
যে সময়টা তোকে ধারণ করে আছে,
সে সময়টা কলঙ্কময় তোর কারণে!

০১/০৪/২০২৫ খ্রিস্টাব্দ
মধ্যাহ্ন : ০২:০০ ঘটিকা।