তুমি জাদুময়ী, তুমি মোহ,
ভালবাসা, অতৃপ্ত আগ্রহ।
রহস্যময়ী উপমা রুপকতা
তোমাবিনে পাথর নীরবতা!
তুমি বিহগের সুমিষ্ট গান,
বৃষ্টির রিমঝিম কলতান।
মনোমুগ্ধকর রঙিন ফুল
চিত্তাকর্ষক, করে আকুল।
কীরকম লাগে আগাছাকে-
কেউ যদি গোলাপ ডাকে?
বর্ণিল গোলাপের সুবাস-
প্রাপ্তি যে নাসিকার অভ্যাস।
ডোবা নালার ফুলের গন্ধ
তাতে কী মিলবে আনন্দ?
তুমি লাবণ্যময়ী, সরল
কীরকম লাগে হলে গরল?
অনেকে প্রায়শ সুবিন্যস্ত-
করতে বিকৃত করাই ব্যস্ত!
চলার গতি স্বচ্ছ ছন্দময়,
কেমন লাগে খানাখন্দময়।
কুশ্রী কাকের কর্কশ গান
তোমার ক্ষেত্রে বেমানান!
নয় বনের ঝোঁপে অগণিত
মিটমিট জানাকী অবিরত।
জ্যোৎস্নাস্নাত মাধবী রাত,
তারকারাজির মাঝে চাঁদ।
তুমি মনোজ্ঞ, সদা অর্বাচীন
কীরকম লাগে রসবোধহীন?