পৃথিবীর গতি থামিয়ে দিয়েছে করোনা ভাইরাস,
সে এমন এক শত্রু যায়না দেখা ধরাছোঁয়া আঁচ!
পুরো পৃথিবী পরাস্ত, কাউকে করা যাবেনা টাচ্,
প্রতিটি মানুষ গৃহবন্ধী, সবে আজ নিয়তির দাস।
নিয়ম মেনে ঘরে থাকলে, সুন্দর দিনের আশ্বাস।
নিয়ম নীতি অগ্রাহ্য করলে হবে কঠিন সর্বনাশ।
সকল নিয়ম রীতি নীতি কর্ম স্থবির, জীবন নাশ!
সবখানে প্রতি মূহুর্তে আহাজারি, লাশ আর লাশ!
ভয় আতংকে মানুষের বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস!
এমন দিন দেখবো স্বপ্নেও করিনি কেউ বিশ্বাস!
খোদা মোরা তোমার অধম বান্দা এ থেকে পাশ
হতে তোমারই কাছে রহম চাই একেবারে খাস।