যারা বেঁচে থাকতে
জানে ক'রে যুদ্ধ,
কী লাভ তাদের বৃথা
রেখে অবরুদ্ধ?
প্রাণোৎসর্গের স্পৃহায়
বিভোর যারা,
মৃত্যুর শংকায় কভু
ভীতু হয় কী তারা?
যারা থাকতে জানে
নিরম্বু উপবাস,
ক্ষুধার ভয়ে তারা
হয় কী কভু হতাশ?

১৬/১০/২০১৭