এবার ঈদে আমি কাউকে ঈদ মোবারক জানাইনি,
তাদের কথা ভেবে যারা তৃপ্তিতে একমুঠো খায়নি!
কেউ আমায় ঈদ শুভেচ্ছা জানাক আমিও তা চাইনি,
তাদের কথা ভেবে যারা একটু মাংসের স্বাদ পায়নি।
হয়তো এমন কেউ আছে একখান বস্ত্র জুটেনি যার,
সামর্থ্য হয়নি পরিবারে একটু হাসি ফোটাবার।
হ্যাংলার মতো আমি নতুন বস্ত্র অঙ্গে চাপাইনি,
একথা ভেবে ভাগ্য যাদের একটু আশ্রয় মাপায়নি!
আমি কেনো অকারণ জানাতে যাবো ঈদ মোবারক?
চারদিক মহামারীতে বিপর্যস্ত, মন্দা রোগ শোক!
এখনো কতো মানুষ হাসপাতাল! গৃহে ফিরে যায়নি,
কতো লোকের আপনজন কেড়েছে করোনা ডাইনি!
আমি বিবেকহীনের মতো চাইনা একদিনের ঈদ-
আনন্দ উপভোগ; তাতে কষ্টে ভাঙে আমার হৃদ!
আগে আমার ধরিত্রীর মানুষ দুর্দশা মুক্ত হোক,
তারপর না হয় সকলকে জানাবো ঈদ মোবারক।
২২/০৭/২০২১ খ্রিঃ