এখানে সকলেই কম বেশি পাপী,
নিজকে নিয়ে নয় কেউ অনুতাপী!
কেউ স্বঅবস্থা ভুলে বেমালুম,
অপরের প্রতি করে মহাজুলুম!
নিজের দোষ করে অতিগোপন,
অন্যেরটা বার করে লাফালাফি।
কেউ ভাবে সে খুব মর্যাদাবান
কিন্তু স্বার্থে একটু পড়লে টান!
কাঁচের মত ভেঙে হয় খান খান!
আসলে এসব মানি হবার ভান!
বুঝা যায় সে কতটা মর্যাদাবান,
মানবতায় কত সে নিবেদিত প্রাণ,
সমাজে কী এমন আছে অবদান?
তার আচরণই করে সেই প্রমাণ।
কেউ পেতে চায় মহাসম্মান,
কিন্তু সে জানে না অভিধান।
কোনটা ফান, মান, অপমান!
কোনটা রাগানুরাগ অভিমান!
কোনটা তার জন্য অসম্মান,
যে অন্যকে যা করেন প্রদান,
জানেনা সে তাই ফেরত পান।
কেউ ভাবে "আমি খুব ধৈর্যশীল"
আকাশের মত উদার তার দিল।
নিজের উপর মুছিবত এলে তিল
মূহুর্তেই সে হয়ে যায় অসহনশীল।
কারো ভেতর দেখলে সামান্য ত্রুটি
অমনি ক্রোধে ক্ষোভে করে ভ্রুকুটি,
পূত মুখে বাণী আওড়ায় অশ্লীল।
উরু চাপড়ায়, জীবন দুঃখের যমুনা
এহল সঘোষিত শ্রেষ্ঠ মানুষের নমুনা!