বিচিত্র জীবন রসনার মত ইন্দ্রিয়ময়,
একেক সময় একেক বস্তুর স্বাদ লয় ৷
খাদ্যে ঘাটতি থাকলে কোন উপাদেয়,
রসনা বলে দেয়, স্বাদ লাগে না শ্রেয় ৷

মিঠা তিতা টক ঝাল লবণ পাঁচ ভাগে,
ব্যাঞ্জনার স্বাদ পাঁচস্থানে ভিন্নতা লাগে।
প্রতি প্রহরে নান্দ্যনিক শোভা অশোভা,
জীবন ক'রে তোলে অতি মনোলোভা!

রসনার ন্যায় সময়ের স্বাদ বুঝে হৃদয়
হৃদয় তিক্ত হলে জীবনটা অতিষ্ঠ হয়!
হৃদয়েও টক ঝাল মিঠা লবণ তিক্ত,
যদি একঘেয়েমিতে করে অভিষিক্ত!

স্বাদ যেমন নষ্ট করে মসলা অতিরিক্ত
জীবন হয়ে ওঠে স্বাদহীন দুঃসহ রিক্ত!

০৪/০৯/২০১৭