পয়সা দেখে অতি কষ্টে সংবরণ করি লোভ,
তবে মনে আমার আছে আকাশসম ক্ষোভ!
অর্থ তছরূপ করি না, মাইনা যা পাই খুশি তাতে,
শখ সাধ জলাঞ্জলি, বাঁচি মোটা কাপড় ভাতে।
আমার চেয়ে বসের পাঁচগুণ মাসের মাইনা,
কী এমন তাঁর আছে গুণ? কারণ খুঁজে পাইনা।
কাজে ভুল ধরার কারণে আক্রোশে বসের উপর,
করি দুর্ব্যবহার একদিন, খাটিয়ে গলার জোর!
সেদিন বস আমায় কাজ থেকে দেন অব্যাহতি,
সামান্য ভুলের জন্য আমার হলো চরম ক্ষতি!
বলি "বস রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে করি কাজ
একটু ভুলের জন্য আমায় অব্যাহতি দিলেন আজ?"
প্রতিষ্ঠানের উন্নতি হোক তা চেয়ে আসছি মনে।
এতটুকুতেই এত বড় শাস্তি সয় কী কোনো জনে?
বলেন "এক বালতি দুধ নষ্ট, প'লে একফোঁটা গোমুত্র
দুর্ব্যবহারে সারা জীবনের যশ নষ্ট, এটা তারই সূত্র।"
২১ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ।