জন্মের আগের কথা কারো মনে পড়ে কী?
কোথা কেমন ছিলাম যতই কল্পনাতে আঁকি?
ওখান থেকে হেথার খবর পায়নি তো কেউ টের,
বুঝিনি প্রভু আবার কোথায় পাঠাবেন আমাদের ৷

রুহের জগতে প্রভুকে চিনে মেনে নিয়েছিলাম,
তিনি মোদের রব, মোরা তারই শ্রেষ্ঠ গোলাম ৷
ওখান থেকে প্রেরণ করেন আজব এ পৃথিবীতে,
স্বাধীনতা পেয়ে তাঁকে আর পারি না মেনে নিতে ৷

হেথা পাঠানোর উদ্দেশ্য শুধু এবাদতের জন্য,
প্রভুর এবাদত না করে, কর্ম করি যত জঘন্য!
হেথা থেকে মরার পরে আবার কোথা যাবো,
সেথায় গিয়ে শান্তি নাকি কঠিন শাস্তি পাবো!

সকল কিছু সাঙ্গ করে আসবে যখন মরণ,
পরপারে গিয়ে এপারকে থাকবে কী স্মরণ?
এখানে প্রভুর পরিচয় ভুলে গেছি একেবারে,
প্রভু কী মোদের আগের মত চিনবে পরপারে?

০২/০৯/২০১৭