সন্তান প্রসব হলে, জানতে পারে সবে ৷
পারে না, জঠরে কখন আসে স্পন্দন ৷
স্বয়ং মা'র অলক্ষ্যেও কখন কোন দূত,
সেথা এসে ভ্রূণে করে যান রূহ স্থাপন?
একজন মারা গেলো ৷ মানুষের সামনে-
যেজন অতিবাহিত করেছিলো জীবন ৷
কেউ-ই টের পেলো না, মৃত্যুদূত ঊর্ধ্ব
গগণ থেকে এসে জান নিলেন কখন!
সৃষ্টার এসকল অলৌকিক কর্মই অদৃশ্য,
দৃশ্যমান ঘটনা যত নিদারুণ বা মনোহর
তারচেয়ে প্রভুর অদৃশ্য কর্ম লক্ষগুণ
সূক্ষ্ম, তাৎপর্যপূর্ণ ও মহাবিস্ময়কর!