সত্য ও মিথ্যা দুইটি জিনিস
দুই দিগন্তের দূরত্ব অহর্নিশ,
সহজে বললে তেল আর জল-
যা এক সাথে হয় না কভু মিশ!
একটি বাহন শুদ্ধতার, আরেকটা
নিয়ন্ত্রণ করে অভিশপ্ত ইবলিশ!

সত্যবাদীর চারপাশ ধূধূ শূন্য!
মিথ্যাবাদীর চারপাশ পরিপূর্ণ,
মিথ্যাচার যার কাছে খুব মিষ্টি,
সত্য তার কাছে ভয়ানক বিষ!
মিথ্যাবাদী কৃত কর্মের কারণে
অবশেষে পায় না খুঁজে দিশ!

সত্যবাদীকে কেউ ভাবে বোকা!
সরলতার কারণে  দেয় ধোঁকা,
সত্যবাদীরা আসলে কত ধীমান
মিথ্যুক করতে পারে না অনুমান!
মিথ্যার সাম্রাজ্য কতোটা ভঙ্গুর
এক নিমিষে হয়ে যায় ফিনিশ!

সত্যবাদীর একা চলা একা বলা,
জীবনভর খেতে হয় কতো ডলা!
ভুল বোঝে আপন পর সকলেই
পাশে কারো পাওয়া যায় না হদিস!
সদা সাথে থাকে খোদার আশিস,
এটা দিয়ে প্রবোধ দেয় দিবানিশ।

সত্যাশ্রয়ী নির্মোহ একজন তাপস,
কিছুর বিনিময়ে করে না আপোষ
সে অবহেলিত উপেক্ষিত বঞ্চিত
নগণ্য অপদস্ত মূল্যহীন নিপীড়িত!
তবুও নিভৃতে স্বপ্ন বোনে চোখে,
সোনার সমাজ দিতে চায় বখশিশ।

সত্য ধারণে আসে কত বিদ্রুপ
মিথ্যার দাপটে থাকতে হয় চুপ!
যতো কষ্ট হোক না পৃথিবীতে
শোকর জানায় কৃতজ্ঞ চিতে,
সত্যবাদী কেবল খোদা ছাড়া
কারো কাছে করে না কুর্নিশ!

০১/১১/২০২৪ খ্রিঃ