অনুরাগের বদলে শুধু ঘৃনা!
এমন বন্ধন টিকবে কী না?
বাইরের সৌন্দর্য মুখ্য নয়,
গুণেই অন্তরটা মুগ্ধ হয় ৷
কারো ত্যাগ, কারো ভোগ,
মূল্যহীন সেথা অনুযোগ!
দায়িত্বশীলতায় মন কাড়ে ৷
উপেক্ষায় শুধু দূরত্ব বাড়ে!
নোংরা কুৎসিত মনে যার
নেই সৌন্দর্যের সমাহার ৷
এমন মানুষ সঙ্গী যার
জীবনটা তার ছারখার!
২০-০৪-২০১৭ খ্রিঃ