কোথাও আবেগ ছিল বাঁধভাঙা নদীর মতন,
ভাবনার অভাবে হলো না তার অবয়ব গঠন ৷
কোথাও ভাবনা ছিল; শুষ্ক আবেগের নদী,
ভাবনা তরঙ্গহীন, পতিত মৃত্তিকা মৃত্যুাবধি ৷
ছিলো কাগজ কলম কল্পনা ভাবনা আবেগ,
সাক্ষরজ্ঞানহীনের বুকে জীবন্ত সমাধিস্থের উদ্বেগ!
কোথাও ছিল আবেগ ও ভাবনার বিশালত্ব,
প্রকাশ শৈলী অদক্ষ তাই ফুটলো না কবিত্ব ৷
কোথাও ছিলো ব্যঞ্জনার নন্দিত শৈলী ও ভাষা,
ছিলো না অভিনব ভাবনা, কাব্য সেথা দূরাশা!
কোথাও ছিলো ছন্দ, অন্ত্যমিল ও মাত্রা জ্ঞান,
ছিলো না শব্দের ভান্ডার, কাব্য হয়না একখান ৷
কোথাও ছিলো শব্দের ভাণ্ডার, বর্ণনা বিক্ষিপ্ত,
কভুও তাতে পাঠককে করতে পারবে কী তৃপ্ত?
কোথাও ছিল মজুদ, কাব্যচর্চার যত উপকরণ,
কবিতা হলো না, ছিলো না যে সময় ও সাধন!