দূরদেশের উদ্দেশ্যে গমন
বাহনে করেছি আরোহণ
ভেতরে রেখে নিজ চরণ
দেখি এক অপরিচিতজন
তার পাশে আমার আসন
সানন্দে করি আসন গ্রহণ
দ্রুতবেগে চলে যানবাহন
সহযাত্রার সুবাদেই দু'জন
দু' জনের সাথে আলাপন
উভয়ের ঘনিষ্ঠতা কিছুক্ষণ
গন্তব্যাবধি আন্তরিক বন্ধন
সহযাত্রী হলে কোনো দুশমন
তার সাথে বিরক্তির সহগমন
অপ্রত্যাশিতভাবেই দুই জন
পাশাপাশি সহযাত্রার কারণ
সারাপথ চুপ বোবার মতন
হয় না উভয়ের কথোপকথন
মাটিতে পর্যবসিত আয়োজন
একটি আনন্দের ছন্দপতন
ভ্রমণে তৃপ্ত অথবা বিষন্ন মন
তারপর পৃথক আগের মতন
মুগ্ধ হয়ে করি অবলোকন
কতই না দৃশ্য দৃষ্টিনন্দন
ঝর্ণা পাহাড় নদী সাগর বন
সহযাত্রী হতো যদি প্রিয়জন
আরো আনন্দময় হতো ভ্রমণ