যেখানে আছে সংকট
সেথা খোলে কথার জট!
জট খুলতে খুঁজছেন কী কেউ
নিরিবিলি নদীর তট?

তার চেয়ে আরো ভালো
যদি পেয়ে যান যানজট!
সংকটে পড়েই দেখুন
কথাটি নয় তো উৎভট!

সংকটে যদি না খোলে
শুভ বুদ্ধির ঘট,
নিষ্ঠুর এই ধরা থেকে
হতে হবে বয়কট!

০২/০৯/২০১৭