স্বাধীনতা আছে বিহঙ্গের কাছে,
সে মনের সুখে বাস করে গাছে ৷
নেই তার সত্য কথা বলার ভয়,
সুখে কাটে তাদের সকল সময় ৷
বিপত্তি নেই চলতে নিজের মত,
বাঁধ সাধে না পিছে অসুর যত ৷
ভায়ের চোখে নেই হতাশার জল!
ভোগ করতে হয় না নিষ্ঠুর ফল!
বোনের দেহ ছিড়ে খায় না শকুন
তাদের মাঝে নেই যে অন্ধ কানুন ৷
নির্বিচারে কেউ তো হয় না হত্যা!
মানুষের মতন নেই অনিরাপত্তা ৷
সংগ্রামে অধিকার ছিনিয়ে নিতে,
অকাতরে হয় না তো প্রাণ দিতে ৷
বিভেদ বৈষম্য নেই তাদের দিলে
একতার গান গায় সবাই মিলে ৷
বিহগেরা স্বাধীন এ কথা গল্প না,
আমার কাছে 'তা' অলীক কল্পনা!
যে বিহঙ্গটা বলতে পারে কথা,
সে বন্দি খাঁচায়, নেই স্বাধীনতা!
সেখানে দিন কাটে পরম যতনে,
মানুষের কাটে নিষ্ঠুর নির্যাতনে!