জন্মাবধি জেনে আসছি
শূন্যতা শব্দের অর্থ ফাঁকা,
আমার কাছে মনে হয়
আসলে ফাঁকা নয়!
অনেক ভারী!
আরো অতি ভারী হয়!
যদি তারা একত্রে জোট বাঁধে!
হালকা হতে কত সময় লাগবে?
উৎকণ্ঠিত মন তার ধারণা রাখে না!
কোনো কোনো ক্ষেত্রে পর্যায়ক্ৰমে
তা হালকা হয়, কখনো হয় না,
অবারিতভাবে আরো ভারী হয়!
পূর্ণতা শব্দের অর্থ ভরা,
আসলে ভরা নয়! একেবারে
পাখির রঙিন পালকের মত হালকা,
শূন্যতা যতক্ষণ আচ্ছন্ন না করে
ততক্ষণ তার পেলবতা অনুভূত হয় না।
১৯/০৩/২০২৫ খ্রিস্টাব্দ