.বুকে বিঁধেছে বিষাক্ত মস্ত এক শুল!
অদ্ভুত সে শুলের নাম হলো 'মহাভুল'
কভু পাপকে পূণ্য ভেবে ছিলাম মশগুল!
তাতে সার্থকতা বলতে তো নেই একচুল!
একত্রে এতভুলের কীভাবে দেবো মাশুল?
হাতে সময় যা আছে পূরণে, তা অপ্রতুল!
মনের চারপাশ ভুলের প্রাচিরে ছিল আবৃত!
ভাগ্যক্রমে মলিন পর্দাটি হয়েছে উন্মোচিত!
  ভুল করে অতি দূরকে নিকটে এনেছি,
অজ্ঞাতে কত মিথ্যাকে সত্য রূপে মেনেছি!
   অতি নিকটকে বহুদূরে ঠেলে দিয়েছি,
ভাবি কোথা গন্তব্য, আর কোথা গিয়েছি!
    জীবনে যা জানা ছিল খুবই দরকারী,
অহমে কেবল উপেক্ষা করে গেছি তারই ৷
জানা ছিল না, কাকে ঘৃণা করা উচিৎ আর-
কাকে নয়, কার জন্য দরকার অশ্রু ঝরাবার ৷
হৃদয় দিয়ে কাকে দেখানো উচিৎ সহানুভূতি,
কাকে নয়, কীভাবে কার গাইতে হবে স্তুতি!
কিছু অশ্রু অজ্ঞাতে ভুল জায়গায় ঝরিয়েছি!
কিছু হাসি ভুল স্থানে প্রফুল্ল চিতে ভরিয়েছি!
ভুল অস্তিত্বকে জেনেছিলাম একান্ত আপন
ভুল উপাসনায় দিবানিশি করেছি যাপন!
জানা ছিলো না, কার প্রতি হতে হবে কঠোর,
কাকে প্রদর্শন করতে হবে ক্ষমাসুন্দর অন্তর!
কোথা হাসবো? কার জন্য করতে হবে ক্রন্দন,
কার প্রেমে হবে, উভয়কালের দৃঢ় বন্ধন!
  যা অনাবশ্যক ভুল করে তা অপর্যাপ্ত,
  প্রয়োজনকে বাদ দিয়ে করেছি রপ্ত!
  আছে যত আবর্জনা স্মৃতি থেকে আজ,
ফেলবো মুছে এটাই এখন আসল কাজ!