তোমার সাথে সখ্যতা গড়তে দিয়েছিলে শর্ত,
স্বপ্নেও আমি ভাবিনিকো সে কথাটির মর্মার্থ।
আমার সাথে সখ্য রেখে গোপনে খোঁড়ো গর্ত,
তোমার কারণে বিপর্যস্ত আমার সাধের মর্ত্য।
আমার প্রতি থাকলে প্রীতি করতে নাতো চুক্তি,
দেরি হলেও বুঝে গেছি তোমার এ নিপুণ উক্তি।
আমার প্রাণ ও ঐশ্বর্য নিয়ে খেলেছো তুমি রঙ্গ!
তাই জান বাঁচানোর আশাতে শর্ত করেছি ভঙ্গ।