শরতের অম্বরে মেঘের সমাবেশ,
নদী তীরে ওড়ে সাদা সাদা কেশ ৷
বাতাসে দোল খায় সাদা কাশফুল,
ফুল নয়, যেন দুরন্ত বালকের চুল ৷
শরতের রাত এক মনোরম ছবি,
জলরঙে কে যেন এঁকেছে সবই ৷
জোছনায় ধোঁয়া মেঘেদের ভেলা,
সুনসান রাতে করে বেড়ায় খেলা ৷
দূর্বাঘাসে জমেছে শিশিরের দল,
নদীজল আনমনে বয় কল কল ৷
আজ কী আনন্দ কে বা জানে,
ভর নিশুতিতে প্রকৃতির প্রাণে!
কলমি ফুলে ঝিমায় টলে টলে,
পূর্ণ শশি পড়েছে খসে সলিলে!
ঝিলের জলে শাপলা ফুল হাসে,
মৌমাছিরা মাতে মিহিন সুবাসে ৷
হৃদয়ে অনুভূত হয় শিরশির ঢেউ,
মাঝে মধ্যে কাশবনে ডাকে ফেউ।
ধানের শীষে শিশির বিন্দু ছড়ায়-
কনকদ্যূতি; মনটা যে তাই হারায় ৷
আউশ ধানের ম ম গন্ধ পাড়াগাঁয়,
নিঝুম এ রাতে কারো সাড়া নাই ৷
শুভ্রতায় ঢেকে আছে শিউলি তল,
তালগাছে দুষ্টু বাদুড়দের কোলাহল ৷
প্রজাপতি বসে আছে আপন মনে,
আকাশ পথে যায় কারা দূর ভুবনে।
মাচার নীচে দোয়েল ফিঙে বসে,
গান গাচ্ছে পাখা মেলে আবেশে ৷
প্রাণের স্পন্দনহীন রাত যায় বেড়ে,
শরতের রাতটা যে ঘুম নেই কেড়ে ৷
চাঁদের আলোয় ধুয়ে যায় এ ধরা
নিরালে বসে দেখি তার ফোয়ারা ৷