বিদ্রোহ যদি করতেই হয়, আগে সেটা স্ববিরুদ্ধে,
উৎকৃষ্ট মানুষ সে, যে জিততে পারে এই যুদ্ধে!
ক্ষমাশীলতা, বিনয়, দয়া-মায়াই মানব ধর্ম,
সৎ উপদেশ, ন্যায়বিচার, শৃঙ্খলা, সাম্যই বর্ম ৷

ধর্মের দোহাই দিয়ে হত্যা, ধর্ম করে না সমর্থন,
এটা অন্ধত্ব, ধর্মহীনতা, ধর্মকে কলঙ্কিতকরণ!
ধর্মের আলো জ্বললে চোখে, নৃশংস হয় না প্রাণ!
ধর্ম শেখায় ভালবাসতে, তার শিক্ষাটা যে মহান!

০৭/০৭/২০১৬