বিবেকবোধে ব্যাধিগ্রস্থ হয়ে আবুল মিয়া!
পায়না দিশা তার এ রোগটি সারে কোথা গিয়া!
খুব আহত চেতনাবোধ করেছে আক্রান্ত!
এতটুকু শান্তি পায় না চেষ্টাতে প্রাণান্ত!
ভাবনাগুলো আনন্দকে ক'রে দেয় যে মাটি,
নিজকে রাখতে পারে না তাই কভু পরিপাটি!
সংবেদনশীল মনটা যত যাতনারই কারণ!
সর্বদা সে জ্বলতে থাকে হয় না তো নিবারণ!
অন্যায় অবিচার অত্যাচার মিথ্যা কপটতা-
দেখে স্পর্শকাতর মন জ্বলে যথা তথা!
পারে না কিছু সইতে, না-পারে কিছু কইতে,
না পারে এসব বইতে, না-পারে স্থির রইতে!
চারপাশ ভুলে নিভৃতে সে থাকতে পারে না চুপ!
নীরব থাকলে নিজের কাছেই লাগে বড় বেকুব!
আর পারে না ব্যাধিগ্রস্থ হৃদয়টাকে নিয়ে,
ভাবে সর্বদা কোথা যায়? শান্তি পায় কই গিয়ে?
১৬/০৯/২০১৭