আপন যদি হয় পর,
নয় ততো ক্ষতিকর।
যদি হয় সে স্বার্থপর,
তবে ব্যাপার ভয়ঙ্কর!
আপন কভু হলে পর,
শূন্যতা বুকের ভেতর!
স্বার্থপর এমন অপদার্থ,
কিনারে মারাত্মক আর্ত
দেখেও, বুঝেনা মর্মার্থ
সে তার নিজেরই স্বার্থ
করতে গিয়ে চরিতার্থ
চোখ দুটি অন্ধ তারতো।