মাতৃগর্ভে পালিত হয়, আছে যত প্রাণী,
পাখি কেন ডিমে জন্মায় মোরা কী তা জানি?
যে মা সন্তান ধারণ ক'রে জানে শুধু সে মা,
কাকে বলে জঠরব্যথা আর কেউ তা জানে না!
পাখিরা কেন ডিম পাড়ে, জন্ম দেয় না ছানা?
ডিমে কেন বাচ্চা ফোটে আছে কারো জানা?
পাখি যদি ডিম না পেড়ে সন্তান ধারণ করত,
মা পাখিটা ভারী হত, সে কী উড়ত পারত?
মা পাখিটা উড়তে না পারলে খাদ্যের আশায়?
পরম যত্নে প্রতিপালন কে করত তার বাসায়?
মাখলুকাতের স্রষ্টা যিনি জানতেন তিনি সব,
মহাজ্ঞানের অধিকারী, করেন সব অনুভব।