তোমাকে ভাবি, এত রং কোথায় পাও?
সুগন্ধে এক রকম রঙে রঞ্জিত হয়ে যাও।
দুর্গন্ধে অন্যরকম, শোকে-দুঃখে পাথর
আনন্দে বিহবল! প্রতিক্ষায় হও কাতর!

ঋতু বৈচিত্রে তুমি মিশে যাও অনাবিল
অভিমানে হারিয়ে যাও, বিষাদে হও নীল!
আনমনে হও উদাস, পূর্ণতা ভালবাসায়
উৎকণ্ঠায় সংকুচিত, স্বপ্ন দেখো আশায়।

দুরাশা, হতাশা, ক্ষোভে, নিষ্প্রভ জ্যোতি
আসলে তোমার প্রকৃত রং কি রূপমতি?
তুমি কি রঙের আধার নাকি জলের মত
যার ছায়া পড়ে_ তা-ই হয়  প্রতিবিম্বিত!

রচনা : ২৫.০২.২০১৫ খ্রিঃ