করতলে নেমেছিলো চাঁদখানা
পূর্ণাবয়ব নিয়ে, নয়তো আধখানা।
ঘুমন্ত পৃথিবীতে তুমি ছিলে একা জাগ্রত
পারনিকো চিনে নিতে, হৃদয়ে করে গেছো ক্ষত।
অহংকারী মন ভেবেছিলো ভাঙা থালা
শুধু নিজের ভেতরে তার পালাবার পালা।
জাগ্রত পৃথিবীতে তুমি আছো ভাবনার ঘুমে
পেছনে প্রত্যাবর্তন, তুমি অাজও পতিত ভূমে।
রচনা : ১৫.০৭.২০০৬ খ্রিঃ