কেন এ বিদ্বেষ, কেন ভিন্নতা
সত্য মানতে কেন বাতুলতা?
কিছু লুকানোর ছলে এমন
দূর দিয়ে ঘুরে কালক্ষেপন!
কাকে বাঁচাতে এমন ছলা?
অকারণে পরিনামে জ্বলা!
নিজের চেয়েও কে আপন?
কেন করে আত্মাকে দাফন?
কী ঘটেছিল, ঘটছে, কী ঘটে?
বুঝালে ক্রোধে যায় সে চটে!
সব সময়ে বা সব অবস্থানে
সব হবে অভিন্ন নেই মানে!
অপরিবর্তীত, যা জানে মন,
সত্য বলে মেনেছে আজীবন!
চলে যায় যাক ধরা নরকে,
তাকে জিততেই হবে তর্কে!
চোখে কালো কাপড় বাঁধা!
ঘোড়া পিটিয়ে বানায় গাধা!
চক্ষুষ্মান এ জন্য সব ছেড়ে,
ধৈর্য নিয়ে আছে বসে গেড়ে ৷
সে ক্নান্ত, খুবই মর্মাআহত!
জলাঞ্জলি দিয়ে সুখ যত!
যদি চক্ষু খোলে সে আশে,
প্রতিক্ষার ভেলায় সে ভাসে!