সর্বদা ত্রুটি খুঁজে বেড়ানো
কারণে অকারণে শাষাণো!
আত্মজকে ভাবে খুব পর!
মূল্যহীন সে যেন যাযাবর!
তুচ্ছজ্ঞান আদরের বিপরীতে
এছাড়া কিছু নেই তার চিতে!
সবাইকে একচোখে না দেখা!
জানে না কেন এমন দুচোখা?
হেনস্তার জন্য অপবাদের মূলো,
ঝুলিয়ে রেখেছে কতক গুলো!
কয়লা সোনা ভেবে আগলে
রেখে, সোনা রাখে পদতলে!
মাথায় চাপিয়ে দেয় অসাধ্য,
টানতে না পারলে সে অবাধ্য!
যার বেশি ভালোবাসা পাবার
কথা, হতাশা মনে শুধু তার!
বিশ্বাসে বিশ্বাসে নীরব যুদ্ধ!
বিনয়ী এহেন আচরণে ক্ষুদ্ধ!
আদর্শে আদর্শে চলছে লড়াই,
সে-ই কলুষিত যে করে বড়াই!
উৎপীড়ক অন্ধত্বে নিমজ্জিত
বিনয়ী কুটকৌলশে পরাজিত!
উৎপীড়ক ভাবে সে পরিশুদ্ধ
চক্ষুষ্মান নীরব, তার বাকরুদ্ধ!