লা ইলাহা; অন্তরে নেই কোন ইলাহা,
মুখে স্বীকার করি যা, মনে নেই তাহা!
হিংসা, বিদ্বেষ, জুলুম, পুষেছি অন্তরে,
অহংকার, লালসা, সাজানো থরেথরে!
সুদ, ঘুষ, রাহাজানি, অন্যায়, অবিচার,
অসততা, মিথ্যা, অনাচার, ব্যাভিচার!
বড়াই, অহমিকা পরনিন্দা, আমিত্ব
পরচর্চা, গীবত এসবের করি দাসত্ব!
এই ইলাহাদের আধিপত্যের নিমিত্ত
প্রকৃত ইলাহা পান না বান্দার প্রভুত্ব!
ইল্লাল্লাহ বলি ইলাহাদের ত্যাগ করে,
নেই কেউ এক আল্লাহ ছাড়া অন্তরে ৷
বৃহৎ পশু ক্রয় করে, করছি প্রদর্শন!
আয়ের উৎস কোথা জানেন মহাজন!
সমাজে নাম ফুটাতে দেবো কোরবান,
মনের পশুর বদলে কতল পশুর জান!
মনের পশু কোরবান করে খোদার সনে
সম্পর্ক স্থাপন করি আগে সঙ্গোপনে ৷
তারপর করি বনের পশুকে কোরবান?
অন্যথায় এ কেবল প্রতীকি এক বিধান!