নানাদেশে প্রকৃতির রূপ বৈচিত্র্য আলাদা,
এক, দুই, তিন, চার ঋতুতেই ধরাবাঁধা।
মোদের সবুজ শ্যামল বঙ্গ ছয় ঋতুর দেশ,
এর রূপ বৈচিত্র্যের নেই কোনো শেষ।
এর মনোজ্ঞ রূপে বিভোর হতে চাই,
তা মোটেও পরিধির উপযুক্ত নয়, যা পাই।
তা পায় না, সুস্বাস্থ্যে যতটুকু উপযোগী,
লঘু গুরুতে দিশেহারা ভুক্তভোগী।
উত্তাপে জাহান আনচান চায় একটু ঠান্ডা,
নাতিশীতোষ্ণতায় জুড়িয়ে নিই প্রাণটা।
এমন মধুক্ষণ বেশি দিন হয় না টেকসই,
তাই তো আফসোসে ফেটে চৌচির হই!
একটু বেশি হলে কুয়াশাই যায় মুড়িয়ে,
অতিরিক্ত ঠাণ্ডায় দেয় সব কিছু জুড়িয়ে।
ঠান্ডা নিবারণে চাই সামান্য উত্তাপ,
একটু বেশি তাপে দেয় সব কিছু পুড়িয়ে।
দেহ শীতল করতে একটু সুবাতাস চায়,
কিছুটা বেশি হলেই নেয় সব উড়িয়ে।
জীবনে স্বস্তি আনতে চায় একটু বৃষ্টি,
খানিকটা বেশি হলে দেয় সব বুড়িয়ে।
ভূমিকম্প কেউ চায় না, সে হুমমুড়িয়ে-
অনাকাঙ্খিতভাবে দেয় সব গুড়িয়ে।
এতটুকু সইবার নেই কারোরই সাধ্য,
নই প্রতাপশালী, মোরা সইতে বাধ্য।
মানুষের এতটুকু সইবার নেই সামর্থ্য;
কীভাবে মারে লম্ফ ঝম্প বুঝিনা অর্থ।
পরিবেশ রক্ষায় নেই কেউ সোচ্চার,
নিধন করছে, আছে যতো জোর যার।
২৬/০৫/২০২১ খ্রিঃ