প্রকৃতি স্বভাব বহমান নিজস্ব গতিতে,
আমরা হাহুতাসে মরি, লঘু বা বর্ধিতে।
শীতের সকালে মিষ্টি রোদ তৃপ্তিতে গায় মাখি
ঠান্ডা নিবারণে মোটা বস্ত্রে দেহ ঢাকি।
আবার যখন রোদের তেজে অস্থির হয়ে যায় প্রাণ!
যেনো ক্লান্ত শরীর হতে বেরিয়ে যায় জাহান!
কামনা করি একটু স্বস্থি পাই যে কোথা গেলে?
বুকটা মেলে ধরি কোথাও শীতল বাতাস পেলে।
শৈত প্রবাহে স্থির থাকা যায় না এক দণ্ড,
গ্রীষ্মকালে তুফান জীবন করে লন্ডভন্ড।
আকাঙ্খা করি এক পসলা বৃষ্টির হবার জন্য,
ভিজিয়ে দিক পথের ধূলো শুষ্ক মাঠ, অরণ্য।
যখন বৃষ্টি হতে থাকে দিন রাত একাধারে,
কেউ প্রত্যাশার বৃষ্টি তখন বলে না আর তারে।
সবকিছু প্লাবিত করে জীবন হয় বিপন্ন!
গৃহহীন করে কেড়ে নেয় ফসলের মাঠ অন্ন।
কখনো হ্রাস কভু বৃদ্ধি পাই না ভারসাম্যতা,
হ্রাস ও বৃদ্ধিতে দুর্ভোগ, নয় কারো কাম্য তা।
আমাদের আকাঙ্খার যেটা সেটুকু আশির্বাদ
অতিরিক্ত কিছু হলে জীবনটা বরবাদ।
মনকে আশ্বাস দিতে কত কিছু বলি মুখে,
কোনকিছু ফলে না তবু আশা রাখি বুকে।
যেটা পেতে ইচ্ছে করি তা পূরণ হবার নয়,
প্রকৃতির স্বভাব নিজস্ব শ্রষ্ঠার হুকুমে বয়।
০৬/০৫/২০২১ খ্রিঃ