প্রতিকূল পরিবেশে ওঠে বেড়ে,
আপন মহিমায় শিকড় গেড়ে।
ভালোবাসাহীন প্রকৃতির সন্তান,
নিজগুণে তৈরী করে অধিষ্ঠান।
নার্সারিতে পায়না সে পরিচর্যা,
বন্যতায় মগ্ন তার অস্তি মজ্জা।
আজন্ম পরিচর্যাহীন সে অনামী,
আত্মপ্রত্যয়ে মাথা উচু দিবাযামী।
কতো আগন্তুক মেঘ আকাশে ওড়ে,
কতো অতিথি পাখি বাতাস ফোঁড়ে।
অপরূপ ফুল নিজকে উন্মীলিত করে,
সেই ভাবে তাকে কে মনে করে?
সে কভু হতে চায় না বৃহৎ বৃক্ষ,
তবুও হাতছানি দেয় অন্তরীক্ষ।
নিরালায় সে মরে বেঁচে আছে,
কুঠারাঘাত সঞ্চিত বুকের খাঁচে!
নিবিড় কন্টকাকীর্ণ স্থান জন্মভূমি
নির্বাক দাঁড়িয়ে অভ্রের বক্ষ চুমি।
১০/০৯/২০১৪ খ্রিঃ