কারো কারো মুখটা দিন দিন,
হয়ে যাচ্ছে বড্ড লাগামহীন!
মুখে যা আসছে অবলীলায়,
নিজের মত করে বলে যায়!
বজায় রাখতে নিজ অবস্থান,
এভাবে তোষামোদ করে যান!
যা নেই গায়ছে যে তার কিচ্ছে,
বাস্তবটা আড়াল করে দিচ্ছে!
সত্যকে করছে আড়াল, ছলে,
মিথ্যাকে রাঙাচ্ছে সুকৌশলে!
যা অবাস্তব, হচ্ছে তার প্রচার,
সত্যকে বলছে মিথ্যা অসার!
মিথ্যা বলায় তাদের নেই জুড়ি
এভাবে কত চলবে লুকোচুরি?
জীবন মরণ সবই খোদার হাতে,
ছলচাতুরি করে কী লাভ তাতে?
সত্যের জন্য নয় কারো লড়াই,
বিনয় নয়, সর্বত্র মিথ্যা ও বড়াই!
পরকালে সব হিসেবে দিতে হবে,
চলবে না শঠতা, তখন কী হবে?
এ কথাটি ভাবছে কী কেউ মনে?
মানুষের ভয়ে কী লাভ জীবনে?
নিষ্পাপ হয়ে আগমন ধরণী প'রে,
সেরূপে ফিরতে হবে খোদার করে।