জীবনটা একেবারে দগ্ধ,
সদা বিপদসংকুল,
না আকাশ না পাতাল, তার
নেই যে কোন কূল!

পূর্বে হয়তো অজ্ঞাতে
হয়েছে কোনো ভুল!
ভুলের সে গাছে ফুটেছে
থোকা থোকা ফুল!

মোর চেয়ে কে কষ্টে আছে
তার কথা ভাবছি!
কোন প্রবোধ মানেনা মন
থরথর করে কাঁপছি!

হয়তো নিজের চেয়েও কেউ
কষ্টে আছে ধরা মাঝে
হয়ত তাই বলি আছি ভালো
মিথ্যা বলছি না যে!