পিতা-মাতা, বন্ধু ভাই-বোন
স্ত্রী সন্তান, আত্মীয়-স্বজন।
কেউই আমার নয় আপন,
শুধু সম্মন্ধ ধরে সম্মোধন।
সবাই বলে মায়ার বাঁধন,
আমি বলি মিছে কথন!
আমি নই কারো প্রিয়জন,
আমি সবারই প্রয়োজন!
নামেই শুধু রক্তের বন্ধন,
এরাই সবচে দেয় যে যাতন!
সবার কাছে প্রিয় ততক্ষণ,
চাহিদা পূরণে যতক্ষণ।
প্রত্যুপকারের আশা পোষণ
করে না নিঃস্বাৰ্থ কর্তব্য পরায়ণ
কোথায় পাবো এমন স্বজন?
বিনম্র শ্রদ্ধা, তাকে করি স্মরণ।
ব্যস্ত সবাই নিয়ে স্বীয় আবেদন,
কেউ দেখে না চেয়ে অন্থঃকরণ!
নিত্য সেথা কতো রক্তক্ষরণ,
হাসি মুখে কীভাবে করছি বরণ!
কোনো সাধ চায় না আমার মন!
শুধু ভাবি আমায় বুঝে ক'জন।
করতে যেয়ে যাদের তুষ্টিসাধন,
বেমালুম ভুলে নিজ উপার্জন!
সব উজাড় করেও অবমূল্যায়ন,
নিজকে ফাঁকি বোকার লক্ষণ!
সুসময়ে হারিয়ে সব অবলম্বন,
দুঃসময়ে কে করবে ভার বহন?
২৫/০৩/২০২৪ খ্রিঃ