মনে শুধু ইচ্ছা জাগে
সত্য কথা বলতে,
অন্যায়কে দু'পায়ে ঠেলে
সঠিকভাবে চলতে ৷

এতো ক'রে ভাবি তবু
যায় না কিছু করা,
এ সমাজে কঠিন খুবই
নিজ প্রভুকেও স্মরা!

কী অপরাধ মোদের প্রভু
এলাম কোন্ জামানায়!
তুমি ছাড়া মোদের রক্ষার
আর কেউ তো নাই ধরায় ৷

28/12/1996