যাপিত জীবন দেখে বুঝে নেওয়া যায়,
কতটুকু অবস্থান হৃদয়ের মণিকোঠায়!
অভিমানের কী দাম? নীরবতার যুদ্ধে?
কত আপন অনুমেয়, সরে গেলে ক্ষুব্ধে!

নাটাইয়ের অপর প্রান্ত আকাশে উড়ি,
দমকা হাওয়াই বন্ধনমুক্ত হতে চায় ঘুড়ি,
আশাহত প্রত্যাবর্তন হয় কীসের টানে?
অবুঝ হৃদয় খুঁজে সদা জীবনের মানে!

২৫/১০/২০১৬