কারও কাছে তুচ্ছ
তবু অনেক দামী,
কারও থেকে পিছে
তবু অগ্রগামী ৷

সদা দুঃখে ভরা হৃদয়,
তবুও সে খুব সুখী,
সুখের কোন সীমা নেই
তবুও গভীর দুঃখী!

চিরকাল শুধু বঞ্চনা
দিয়ে গেল নিয়তি,
কেউ জানে না, কিসে
ভাগ্যবান সে অতি ৷

২৫/১০/২০১৬