এক অপরের বৈশিষ্ট্য
বিপরীত সম্পূর্ণ,
কেউ সবকিছুতে পূর্ণ
কারো ধু ধু শূন্য!

শূন্য সহজে পূর্ণের বুঝে
নিতে পারে স্বরূপ,
পূর্ণ শূন্যের বুঝতে ব্যর্থ
ভাবনায় রয় চুপ!

পূর্ণ-অপূর্ণ ব্যবধান ঢের
তবু চেনা কত কাল,
বিপরীত তবু একত্রে
চলছে সমান্তরাল!

৩০/০৯/২০১৬