রাস্তা দিয়ে যেতেই হয়
তা কারও নিজের নয়!
মুখটি ঢেকে শরমে
গভীর ব্যথা মরমে!
মুখের চাহনী অবিকৃত
বেঁচে থেকেও যেন মৃত!
যে কেড়েছে ঠিকানা
তার কী আছে জানা?
বেঁচে থাকার অভিনয়
করতে কতনা কষ্ট হয়!
বুকের বামে বাজে ঘণ্টা
মনে নানা রকম উৎকণ্ঠা!
জানি না তার ওই মনে
কিছু কী বলে গোপনে?
২৯/০৯/২০১৬