কোনদিন না নিলে মিথ্যার আশ্রয়,
সারা জীবন তাইত বড়ই কষ্ট হয় ৷
খুব সহজে কাউকে করলে বিশ্বাস,
সর্বদা সে-ই তো করে বড় সর্বনাশ!

কৌশল অবলম্বন না করে চলে,
পড়বে প্রতারকের পাতা  ছলে!
ঠকাতে না পারলে ভাবে বোকা,
আসলে কে কাকে দেয় ধোকা?

সে-ও বোঝে মিথ্যা শঠতার তিক্ততা!
দেখায় না, যার মাঝে আছে নিষ্ঠতা!