ঘরের স্বচ্ছ শস্যগুলো
ঊষর  জমিনে বুনে,
চারা হবার প্রতিক্ষায় যে
যাচ্ছে দিবস গুনে ৷

ঊষর ভূমে হয় না ফসল
একথা কে শুনে?
ব্যর্থ প্রয়াস, মাতাল চাষী,
জমিন রাঙে খুনে!

স্বচ্ছ শস্য বুনে মাঠে
ঘর ভরে আগুনে!
বপনে নাই পূণ্য; দোষী
সে বিধির কানুনে!

১০/০৯/২০১৬