. (১৯)
এখানে কারও প্রতি
নেই কারও আস্থা,
যতগুলো মানুষ আছে
তারচেয়ে বেশি রাস্তা ৷
(২০)
সবকিছুতে ভরপুর
তবুও মেটেনা তেষ্টা!
গ্রহণ করেছি অবমূল্যায়ন
বাদ দিয়েছি নিষ্ঠা ৷
(২১)
দুধ নেই, আছে শুধু
ঘটি ধোয়া ঘোলটা,
অপরূপ ফ্রেম আছে
খালি তার খোলটা ৷
৩০/০৮/২০১৪