ডানদিকে নরক!
বামে জাহান্নাম!
পিছে ভুলের সাগর,
রব জানে পরিণাম?

দূর্ভাবনায় মগজটা
পুড়ছে রি-রি রি-রি,
বেড়িপরা পদতলে
জ্বলছে আগ্নেয়গিরি ৷

জানা নাই পূর্বজন্মে
কী বা ছিল দোষ!
কারো প্রতি কেন হায়
এতটা আক্রোশ?

১৭/০৮/২০১৬