একটি সংক্রামক ব্যাধি
বহুদিন আগে আমায়,
সহসা সংক্রমন করেছিল
মুহূর্তের বিভীষিকায়!

তীব্র ঝড়ে বিহগের পালক
যেভাবে খসে যায়,
তেমনি জীবন থেকে সব
ঝরে গেছে অবলীলায়!

সংবেদনশীল মনে ব্যাধিটাই
শুধু গেছে রয়ে,
পরিত্রাণ পেতে আরও বেশি
পড়ি আক্রান্ত হয়ে!

১৭/০৮/২০১৬