মুহূর্তকাল সময়ের আগে
আকাশ ছুঁতে পারে,
অদৃশ্য তবু রঙের খেয়ায়
ভাসতে দেখি তারে ৷
লজ্জাবতীর ন্যায় সংকুচিত
নয় সে কারো অধীন,
কভু ঝরা পালকের মত
ভেসে চলে দ্বীধাহীন ৷
নিজকে কভু দাঁড় করায়
নিজেরই কাঠগড়ায়,
অবচেতনে কখনও সে
নিজেরই করে বড়াই ৷
কভু ঝর্ণার মত ক্লান্তিহীন
ছন্দে চলে সুভাষে,
যত যাতনা ভোলে নিমীষে
একটুখানি সুবাসে ৷