আমি সুন্দর নই, কষ্ট,
কষ্ট-ই করেছে সব নষ্ট!
হাসির আড়ালে গভীর-
ঢাকি বেদনার তীর!
আধুনিক, নই প্রাচীন,
উদ্ধত নই সীমাহীন!
আমি সরল, নই বক্র,
মোর মাথায় নেই কুচক্র!
কবি নই; স্মৃতিচারক,
গুপ্ত রহস্যের ধারক!
আমি শান্ত, নই মাতাল,
আমি আকাশ, নই পাতাল!
আমি ধনী, নই দরিদ্র,৷
আমি ভদ্র, নই অভদ্র ৷
সভ্য, তবে নই বোকা!
কাউকে দিই না ধোকা!
আমি প্রেমী, নই ভণ্ড!
ফুল, নই পাষাণ দণ্ড!
আমি মানুষ, নই বন্য,
হৃদয় কাঁদে সবার জন্য!
১৫/০৬/১৯৯৭