স্মৃতিগুলোকে ভুলে থাকতে চাই,
থাকতে দেয় না, সে-ই তো আমায়!
শয়নে স্বপনে অবচেতনে
হঠাৎ উদিৎ হয় এ মনে ৷
সে-ই আমার হৃদয় খুড়ে খায়!
তাকে তো ভুলে থাকাই দায়!
মনে করিয়ে বুঝায় আমায়
আমার অতীত বর্তমান নাই!
অনেকের মত আমার যদি হত ভুলোমন,
তাহলে ওসব মনে পড়ত না যখন তখন,
আমার অতীতটা যে সবাই গেছে ভুলে,
স্মৃতি শুধু আমায় নিত্য চড়ায় শূলে!
১১/০৮/২০১৬