বর্ষাকালে          গাছের ডালে
      কু-উ  ডাকছে কোকিল,
এ কোন্ স্বস্তির?     ভেবে অস্থির!
      তার পাই না খুজে মিল!

ঋতুরাজে          সকাল-সাঁঝে
        মুখর করে গানে,
এই অকালে       সাত-সকালে
       কেন গায় কে জানে?

গানের পাখি       ভুলল নাকী?
       কখন কোন্ ঋতু যায়?
শাওন দিনে             কুহু শুনে
       অবাক হচ্ছি যে তাই!

১৪/০৮/২০১৬