: তোমার রুচিটা এখন ঢের
হয়েছে উন্নত,
আগে যা কিছু আনতে সব
অরুচিসম্মত!

এখন তো যা কিছু আনো
খুবই সুন্দর সবটা,
: আমার রুচি পাল্টেনি কো
পাল্টেছে অবস্থা!

রুচিটা আগে যা ছিল
এখনও আছে তা,
আমার ছিল না সবকিছু
সংগ্রের ক্ষমতা!

বহু আগে একটি জিনিস,
যা পণ্যেরই মত,
দীনতার কবলে করি
চয়ন অনিচ্ছাকৃত!

আমি চাইলেই আজ সবকিছু
পারি বদলে ফেলতে,
দুঃখ! সেই জিনিসটি বদলাতে
পারি না কোন মতে!

০৯/০৮/২০১৬